আজঃ মঙ্গলবার ● ১লা মাঘ ১৪৩১ ● ১৪ই জানুয়ারি ২০২৫ ● ১৩ই রজব ১৪৪৬ ● বিকাল ৫:৪৯
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছায় ভ্রাম্যমান আদালত হোটেল, কাঠ ব্যবসায়ী ও দুই ট্রাক চালককে আর্থিক দন্ড

প্রতিকি ছবি

চৌগাছা-যশোরঃ যশোরের চৌগাছায় ভ্রাম্যমান আদালত হোটেল, কাঠ ব্যবসায়ী ও দুই ট্রাক চালককে আর্থিক দন্ডে দন্ডিত করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এনামুল হক এবং সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল উপজেলার নারায়নপুর বাজার ও চৌগাছা কোটচাঁদপুর সড়কে অভিযান চালিয়ে এই জরিমানা করেন। চৌগাছা কোটচাঁদপুর সড়কে স’মিলের পাশে মেইন সড়কে যত্রতত্র ট্রাক পাকিং করার অপরাধে যশোরের ট্রাক চালক শিফাত হোসেনকে ১৫শ, উপজেলার পাতিবিলা গ্রামের কাঠ ব্যবসায়ী চান্দু মন্ডলকে ১ হাজার, ঝিনাইদাহের মিঠাপুকুরের ট্রাক চালক বাদশা মিয়াকে ১৫শ এবং নারায়নপুর বাজারের হোটেল ব্যবসায়ী আজাহার আলীকে ১ হাজার টাকা জরিমানা করেন। ভোক্তা অধিকার আইন ও সড়ক পরিবহন আইনে তাদেরকে এই অর্থ দন্ডে দন্ডিত করা হয় বলে জানা গেছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন