By মুক্তি বার্তা/আব্দুল আলীম
সাড়া জাগানো কবিতা- “অমানুষ”
অমানুষ
কেয়ন ইমরান
ভাগাড়ে আর দেখি না শকুন,
গরু তো মরে না আর
কোথায় গেল খড়ের ভূঁইয়ের উঁকুন?
বাংলা হতে কি হয়েছে পার!
ভাগাড় আর নেই যে ভাগাড়,
পথের ধারে আর ক্ষেতের আইলে
পড়ে আছে লাশ মানুষ মরার।
কুকুরেও ছোঁয় না অশান্ত খেয়ালে।
রাতে ছিল ভয় জ্বিন-ভূতের,
তাই বের হত না মানুষ
আগেকার দিনে, এখন ভয় লুটের।
জীবনও নিবে কেড়ে ওরা অমানুষ।
ধরাতে মানুষের ক্ষুধা বেড়ে চলেছে,
মিটাতে চাহিদা আজ অন্যায়ের পথে।
পশুতে নয় মানুষে মানুষ খাচ্ছে,
সৎ কার্যও সমাধান হচ্ছে বিপথে।
মানব সমাজে আর নেই বিবেক,
বিলুপ্ত পশুর মত হয়েছে বিলুপ্ত।
মানবের মাঝে ঘটেছে পশুর অভিষেক।
ন্যায়-নীতি, সদাচরণ হয়েছে গুপ্ত।
ওদের বিচার অর্থ-বিত্ত দিয়ে।
অমানুষ যত সব রাম ছাগলের দল!
আইন-আদালতও চলে ওদের নিয়ে।
সৎ ব্যক্তি আজ হয়েছে পাগল!
করলে প্রতিবাদ হতে হবে লাশ,
প্রশাসনও আজ নত ওদের সকাশে-
থাকবে পড়ে বলবে বেওয়ারিশ লাশ।
বলি কুকুর-বেড়ালেরও ধর্ম আছে!
আপন বিবেক মানুষের শ্রেষ্ঠ আদালত,
বালুর পাহাড়ে তাকে দিয়েছে কবর।
ওদের আচরণ হিংস্র পশুর মত,
স্বার্থে ধ্বংসও করতে পারে নগর।
কোথা সে মানুষ? নেই ব্যবধান,
কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি একত্রে।
মোরা বাঙালি, হোক হিন্দু-মুসলমান,
জানতে চায়নি বাস কোন গোত্রে!
শৃঙ্খলাবোধ আছে ওদের- হলেও যাযাবর।
তুমি যে সভ্য সমাজের মানুষ,
তবে কেন তব এ আচার?
হায়! ধরা পূর্ণ হল দিয়ে অমানুষ।
মুবার্তা/এস/ই