By মুক্তি বার্তা
মহেশপুরে এক কৃষকের দুই বিঘা জমির ড্রাগন ও পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
নিউজ ডেস্কঃ ঝিনাইদহে মহেশপুরে এক কৃষকের দুই বিঘা জমির ড্রাগন ও পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক হাসান আলী জানান, ১০ বছর আগে দুই বিঘা জমি রামচন্দ্রপুর গ্রামের আনোয়ার মাস্টারের নিকট থেকে বছরে ২০ হাজার টাকায় লিজ নিয়ে চাষ করে থাকেন। গত বছর তিনি ড্রাগন ফল ও পেয়ারার আবাদ করেছিলেন। কিছুদিনের মধ্যেই ড্রাগন ফল ও পেয়ারা বিক্রি শুরু করতেন। হাসান আলীর অভিয়োগ, একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে ইব্রাহিম ওরফে পেন্টু (৪০), কটা মহাতাবের ছেলে নাজমুল ইসলাম (৩৮), আতাল হকের ছেলে রানা (৩৫), তাইজেল মন্ডল ওরফে খোকার ছেলে তরিকুল ইসলাম (২৫), আসিক (২০), আব্দুল মালেকের ছেলে মোস্তফা (৩০), শহিদুল ইসলাম ওরফে কেলের ছেলে বাবসহ (৩০) এলাকার কিছু ব্যক্তিকে উৎসাহিত করে তার ড্রাগন ও পেয়ারা বাগান কেটে সাবাড় করে দেন। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ দিয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র-প্রতিদিনের কথা
মুবার্তা/এস/ই