আজঃ সোমবার ● ৩০শে বৈশাখ ১৪৩১ ● ১৩ই মে ২০২৪ ● ৩ জিলক্বদ ১৪৪৫ ● রাত ১:১০
শিরোনাম

By মুক্তি বার্তা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত

হরিনাকুন্ড উপজেলার সংঘর্ষে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

আজ বুধবার সকালে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আশরাফুল ইসলাম ও রুজদার আলীর মধ্যে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

বুধবার সকালে আশরাফুল ইসলাম বিরোধপূর্ণ স্থানীয় গজারিয়া বিলে জোর করে মাছ ধরতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে ২৪ জনকে হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১১ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ যেন না হয় তার জন্য সোহাগপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন