আজঃ বৃহস্পতিবার ● ২১শে ভাদ্র ১৪৩১ ● ৫ই সেপ্টেম্বর ২০২৪ ● ১লা রবিউল-আউয়াল ১৪৪৬ ● বিকাল ৫:৩১
শিরোনাম

By মুক্তি বার্তা

গাছকেই স্বামীর মর্যাদা দিয়ে ১ম বিবাহবার্ষিকী পালন করলেন ব্রীটেন নারী

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাড়িতে দুই সন্তান। তাদের সঙ্গে আবার রয়েছেন প্রেমিক। সবাইকে ছেড়ে সেজেগুজে ‘বৃক্ষ স্বামী’র সঙ্গে প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন ব্রিটেন নিবাসী মহিলা! একটি গাছকেই স্বামীর মর্যাদা দিয়েছেন এই নারী। সহধর্মিনী হওয়ার সব দায়িত্বও পালন করেন। সম্প্রতি তার বিবাহবার্ষিকীর ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়েছে মহিলার এক বছর পুরনো বিয়ের ভিডিওটিও। ব্রিটেনের বাসিন্দা কেট কুনিংহ্যাম গত বছরের সেপ্টেম্বরে স্থানীয় এল্ডার গাছকে বিয়ে করেন। জাঁকজমক করেই হয়েছিল সেই বিয়ে। ফ্লোরাল পোশাকে সেজে হাতে ফুল নিয়ে গাছকে বিয়ে করেন কেট। যাজকের কথা মতো সুখে-দুঃখে ‘বৃক্ষ স্বামী’র পাশে থাকার অঙ্গীকার করেন।

বিয়ের পর এল্ডার ফুলের শ্যাম্পেন দিয়ে হয়েছিল সেলিব্রেশন। সম্প্রতি বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। প্রথম বিবাহবার্ষিকী ‘বৃক্ষ স্বামী’র সঙ্গে উদযাপন করেন কেট। উপস্থিত ছিলেন তার কিছু বন্ধু। কিন্তু সন্তানদের কেন বাড়িতে রেখে এলেন? কেট জানান, ‘বৃক্ষ স্বামী’র সঙ্গে এই উদযাপন ১৫ বছরের বড় ছেলের পক্ষে অস্বস্তিকর। তাই সন্তানদের বাড়িতেই রেখে এসেছেন তিনি। তাদের দেখভালের জন্যই রয়েছেন প্রেমিক। প্রেমিক থাকতেও গাছকে বিয়ে করলেন কেন কেট? ৩৮ বছরের মহিলা জানান, রিমরোজ উপত্যকার এই পার্কটির গাছগুলি রাস্তা তৈরির জন্য কেটে ফেলা হচ্ছে। তার প্রতিবাদেই গাছকে বিয়ে করার কথা ভেবেছিলেন তিনি। এর মাধ্যমে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে চান তিনি। এক বছর আগে যখন গাছকে বিয়ে করার কথা ভেবেছিলেন। এই এলাকার অনেক গাছই দেখেছিলেন কেট। কিন্তু এল্ডার গাছটির সামনে আসতেই নাকি তিনি মুগ্ধ হয়ে যান। এক পলকে এটিকেই পাত্র হিসেবে নির্বাচন করে ফেলেন। স্ত্রীর কর্তব্য পালন করেন কেট। গাছের নাম অনুযায়ী নিজের নামও পালটে ফেলেছেন। এখন কেট এল্ডার হিসেব নিজের পরিচয় দেন। সপ্তাহে অন্তত চার-পাঁচবার এসে গাছের সঙ্গে একান্তে সময় কাটান কেট।  

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন