আজঃ বুধবার ● ২৭শে ভাদ্র ১৪৩১ ● ১১ই সেপ্টেম্বর ২০২৪ ● ৭ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● রাত ৯:১৯
শিরোনাম

By মুক্তি বার্তা

বিয়ের ১৫ দিন পরেই ট্রেনের নিচে পড়ে দ্বিখণ্ডিত

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ১৫ দিন আগে বিয়ে করেন রাসেল হোসেন। এখনো হাতের মেহেদি মোছেনি। এর আগেই ট্রেনের নিচে পড়ে দ্বিখণ্ডিত হন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পাবনা শহরের টেবুনিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল পাবনা সদর উপজেলার মালিগাছা ইউপির ধরবিলা গ্রামের তসলিম উদ্দিন প্রামাণিকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ওসি গোপাল কুমার জানান, সকালে টেবুনিয়া রেলস্টেশনের কাছে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন রাসেল। এক সময় তিনি রেললাইনে উঠে পড়েন। এরইমধ্যে পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী যাত্রীবাহী আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেন চলে আসে। ট্রেনচালক বারবার হর্ন দিলেও রাসেল অন্যমনস্ক থাকায় ট্রেনের নিচে পড়ে যান। এতে মুহূর্তেই দ্বিখণ্ডিত হয়ে যায় তার শরীর।

ওসি গোপাল কুমার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন