By মুক্তি বার্তা
চৌগাছায় এক কেজি গাজা উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক
চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিল্লাল হোসেন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে এক কেজি গাজা উদ্ধার করেছে চৌগাছা থানা পুলিশ। বিল্লাল হোসেন উপজেলার ফুলসারা ইউনিয়নের তেতুল্বাড়িয়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে।
থানা সূত্রে জানা যায় আজ সোমবার (২৭ জুলাই) দুপুরের সময় চৌগাছা থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় এ এস আই মান্নান ও এ এস আই সুমনের সহযোগীতায় বিল্লালের নিজ বাড়িতে অভিযান চালায়। ঐ সময় স্থানীয়দের উপস্থিতিতে আসামীর বাড়ি থেকে পুলিশ এক কেজি গাজা উদ্ধার করে। এস আই নজরুল ইসলাম বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে বিল্লালের বাড়িতে অভিযান চালায়। কিন্তু আমরা যখন মটরসাইকেল যোগে আসামীর বাড়িতে যায় তখন আসামী বিল্লাল হোসেন তার বাড়ির পাশের ফাঁকা মাঠ দিয়ে সুযোগ বুঝে পালিয়ে যায়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব গাজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী পলাতক। তাকে আটকের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।
মুবার্তা/এম এ/এ