আজঃ সোমবার ● ১৮ই অগ্রহায়ণ ১৪৩১ ● ২রা ডিসেম্বর ২০২৪ ● ২৯শে জমাদিউল-আউয়াল ১৪৪৬ ● বিকাল ৪:০২
শিরোনাম

By মুক্তি বার্তা

জাতীয় দলের ক্রিকেটারদের দ্বিতীয়বারের মতো করোনার নমুনা সংগ্রহ

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় দলের ক্রিকেটারদের দ্বিতীয়বারের মতো কোভিড-নাইনটিন টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে।

যারা ঢাকায় অবস্থান করছেন শুক্রবার তাদের বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করার ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার করোনা টেস্ট করা হবে অন্য জেলা বা বিভাগ থেকে ঢাকায় ফেরা ক্রিকেটারদের। এতদিন সিলেটে অনুশীলন করা আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, খালেদ আহমেদের পরীক্ষাও হবে ঢাকাতেই।

করোনা নেগেটিভ হলে রোববার থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে কোচদের অধীনে অনুশীলন শুরু করবেন তারা। শ্রীলঙ্কা সফর সামনে রেখে প্রথমবার কোভিড-নাইনটিন পরীক্ষায় পজিটিভ হন ওপেনার সাইফ হাসান ও ট্রেনার নিক লি।

১১ সেপ্টেম্বর আবার পরীক্ষা দিয়ে নেগেটিভ হন লি। তরুণ ক্রিকেটার সাইফ গত দশদিন ধরেই পজিটিভ আছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন