আজঃ শনিবার ● ৭ই বৈশাখ ১৪৩১ ● ২০শে এপ্রিল ২০২৪ ● ১০ই শাওয়াল ১৪৪৫ ● বিকাল ৫:১৩
শিরোনাম

By মুক্তি বার্তা

কবিতা- “মানুষ”

মানুষ
         কেয়ন ইমরান
সৃষ্টির জগতে স্রষ্টার সেরা সম্পদ-
সকল সৃষ্টির ঊর্ধ্বে সে মানব জাত।
তাহারে করিও না কোন কালে হেলা,
হউক না তাহার বর্ণ ভিন্ন, ধর্ম আর গোষ্ঠী,
হউক সে কুপথগামী অতিব উচ্ছৃঙ্খলা।
তাহারও তো আছে একটি পরিচয়- সে মানুষ,
জন্ম হইতে জীবন চলিবার প্রতিক্ষণে ভুল
করিয়াছে কত জ্ঞানী, আদি পিতাও হারাইয়া ছিনু হুঁশ।
ধলা আর কৃষ্ণ তনু, জীবন বেণু একজনাই বাজাই,
ধরার এই নাট্য মঞ্চ, নানা রুপের বৈচিত্র‌্য
সাজাইয়াছেন নিখুঁতভাবে শিল্পী তিনি একাই।
কেন এত হিংসা, তব মাঝে কেন এত বিদ্বেষ?
কোন ধর্মে তো নাই বলা- অন্য ধর্মের প্রতি
অশ্রদ্ধা-অবহেলা, নিন্দা-গীবত করাই বেশ।
দুঃখ-দৈন্য, হাসি-কান্না লইয়াই এই গোত্র।
তাহলে কেন যাও গো ছাড়িয়া ও ভাই,
বোঝ না কেন এটাও তব দায়িত্ব ও কর্তব্য।
পাঠাইয়াছেন ধাতা মোদের এই না ধরার কোলে,
সূক্ষ্ম বুদ্ধি দেয় নাই অন্য জাতিরে-
যাহা দিয়াছেন শুধু মানবের দিলে।
মানব মনের মানবিকতা জাগাইয়া তোমরা তুলো,
একই খোদার তৈয়ার মোরা ইনছান-
যত জাতি-বর্ণ-ধর্মের ভেদাভেদ ওগো ভুলো।
অপরের বিপদ কেন মোরা চাহিয়া দেখি?
আমরা মানুষ স্বীয় তনুতে মানব হৃদয় জাগাইয়া তুলি।
মানব মহিয়ান- সকলের কণ্ঠে ধ্বনিত হউক এই বুলি।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন