By মুক্তি বার্তা
বাসরঘর থেকে রিংকি আক্তার নামে এক কিশোরী গৃহবধূ মরদেহ উদ্ধার
নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জে বাসরঘর থেকে রিংকি আক্তার (১৪) নামে এক কিশোরী গৃহবধূ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে মর্গে পাঠিয়েছে। চাঁদখানা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পসারিপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত রিংকি আক্তার ওই ইউনিয়নের বোটপাড়া গ্রামের রাজু মিয়ার মেয়ে এবং চাঁদখানা স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছোট থেকে রিংকি তার নানা বাড়িতে থাকতো। সেখানেই চাঁদখানা মাধ্যমিক স্কুলে সে পড়াশুনা করত। পরিবারের লোকজন ১৫ আগস্ট তার অসস্মতিতে নীলফামারীর চাপড়া এলাকার সাইদুলের ছেলে লাজু মিয়ার সঙ্গে তার বিয়ে দেয়।
এদিকে গত বুধবার রাতের খাবার শেষে পরিবারের লোকজন নবদম্পতিকে বাসরঘরের ব্যবস্থা করে দেয়। হঠাৎ মাধ্যরাতে রিংকি আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টে মৃত্যুর কারণ যাবে। তখন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মুবার্তা/এস/ই