By মুক্তি বার্তা
চৌগাছায় উদীচীর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা উপজেলা শাখা সংসদের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দপুর আড়াইটায় শহরের প্রাথমিক শিক্ষক ভবনে এই পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু
হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের আহবায়ক ও উদীচী চৌগাছা উপজেলা শাখা সংসদের আহবায়ক সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে পরিচিতি
সভায় প্রধান অতিথি ছিলেন উদীচী যশোর জেলা সংসদের সভাপতি মাহবুবুর রহমান মজনু। উদীচী চৌগাছা উপজেলা সংসদের আহবায়ক কমিটির সদস্য ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক নিগার সুলতানা ও মামুন শামীম আকতার লিখনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উদীচী যশোর জেলা সংসদের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, যশোর জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক কাজী শাহেদ নেওয়াজ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উদীচী চৌগাছা উপজেলা শাখা সংসদের আহবায়ক কমিটির সদস্য চৌগাছা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত সহ-অধ্যাপক আনন্দ মোহন বিশ্বাস, পাকশিয়া আইডিয়াল কলেজের সহ-অধ্যাপক শেখ মাফিজুল ইসলাম, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উদীচী চৌগাছা সংসদের যুগ্ম আহবায়ক প্রভাষক অমেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, তোফায়েল আহমেদ,
আব্দুস সাত্তার, ভাস্কর আতিয়ার রহমান, উদীচী চৌগাছার যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য শওকত আলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে উদীচী চৌগাছা উপজেলা শাখা সংসদের আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম উদ্ভোধনী বক্তব্য ও উদীচী চৌগাছা উপজেলা সংসদের আহবায়ক
কমিটির ২৫ সদস্যেকে যশোর জেলা উদীচী নেতৃবৃন্দের পরিচয় করিয়ে দেন। এরপর অতিথিদের দুপুরের খাবার পরিবেশন করা হয়। খাবারের বিরতির পর পরিচিতি সভার
আলোচনা শেষে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচী চৌগাছা সদস্যরা নাচে-গানে-আবৃত্তিতে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে রাখেন।
মুবার্তা/এস/ই