আজঃ বৃহস্পতিবার ● ১৪ই চৈত্র ১৪৩০ ● ২৮শে মার্চ ২০২৪ ● ১৭ই রমযান ১৪৪৫ ● সন্ধ্যা ৬:১৬
শিরোনাম

By মুক্তি বার্তা

নিত্যপণ্যের দাম লাগামহীন, বিপাকে চৌগাছার অসহায় খেটে খাওয়া মানুষ

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের  চৌগাছায় পেঁয়াজসহ চাল, ডাল, মাছ মাংস, সবজি প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। লাগামহীন বাজার মূল্যের কাছে চরম  অসহায় খেটে খাওয়া মানুষেরা। প্রতি দিনই ভোগ্যপই্যরে মূল্যবৃদ্ধির কারইে ইচ্ছা থাকলেও মানুষ অনেক কিছুই কিনতে পারছে না। এ অবস্থায় বাজার মনিটরিং করে নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ সচেতন মহল।
 পেঁয়াজের দাম পাগলা ঘোড়ার মত ছুটতে শুরু করেছে। কোনক্রমেই যেন তার লাগাম টানা যাচ্ছে না। ইতোমধ্যে চৌগাছার প্রধান কাঁচা বাজারসহ ছোটখাটো সব বাজারে পেঁয়াজের কেজি ৩০ থেকে বেড়ে ৮০ টাকায় দাঁড়িয়েছে। পেঁয়াজের মত সব ধরনের পণ্যের দাম বৃদ্ধি অব্যাহত আছে।
শুক্রবার ও শনিবার চৌগাছা বাজারে ১ কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকায়। ১ কেজি রসুন ১১০ টাকা, কাঁচামরিচ ১৬০, আলু ৪০, কাঁচাকলা ৫০, পুল্লা ২০, পটল ৪০, দস্তাকচু ৬০, সারোকচু ৪৫, ওল ৫০, বেগুন ৭০, মিঠকুমড়া ৪০, উচ্ছে ৬০, ঢেঁড়স ৪০, পেঁপে ৩০, ঝিঙে ৪৫, আমড়া ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ১ পিস লাউ ৪০, লাল শাক এক আঁটি ১০ আর লেবু প্রতিটি ৪ টাকা। অপরদিকে ১ কেজি গরুর মাংস ৪৭০ থেকে ৫শ, খাশি ৭শ থেকে সাড়ে ৭শ, দেশি মুরগি ৩৮০, সোনালী ২৩০ থেকে আড়াই শ, ব্রয়লার মুরগি ১৩০ আর লেয়ার আড়াই শ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। একই অবস্থা মাছ বাজারে, এদিন ইলিশ মাছ প্রকার ভেদে ৩শ থেকে ১৩শ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। রুই মাছ ২শ থেকে সাড়ে ৪শ, কাতলা আড়াই শ থেকে ৪শ, তেলাপিয়া ১২০ থেকে দেড়শ, শিং মাছ ৬শ, দেশি ছোট মাছ যেমন মায়া, পুটি, খয়রা, চ্যাং, বেলে, কৈ ৩শ থেকে ৬শ টাকা কেজিতে বিক্রি হয়েছে।
অস্থির চালের বাজারও গত এক মাসে দফায় দফায় চালের দাম বেড়েছে। বর্তমানে ১ কেজি মোটা চাল ৪০ থেকে ৪৩ আর চিকন চাল ৫৫ হতে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, তারা যে দরে পণ্য কিনছেন তার থেকে কিছু লাভে বিক্রি করছেন। খুব যে বেশি দরে পণ্য বিক্রি করা হচ্ছে এমনটি নয় বলে তারা দাবি করেন। এই পরিস্থিতিতে বাজার মনিটরিং করে সব ধরনের পণ্যের দাম সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানান ভুক্তভোগীসহ উপজেলার সচেতন মহল।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন