By মুক্তি বার্তা
সড়ক দুর্ঘটনায় হাইওয়ে থানার এসআই নিহত
নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় হাইওয়ে থানার এক এসআই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত এসআই মো. মাহবুবুর রহমান (৪২) বারআউলিয়া হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। আহত কনস্টেবল মো. নোমান হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, সকালে আর আর জুট মিলস এলাকায় একটি পণ্যবাহী ট্রাক দুর্ঘটনা কবলিত হয়। খবর পেয়ে ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন হাইওয়ে পুলিশের এসআই মাহবুবুর রহমান। পরে রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরানোর পরিকল্পনা করার সময় হঠাৎ একইমুখী অপর একটি ট্রাক সজোরে সেটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনা কবলিত ট্রাকের নিচে চাপা পড়েন মাহবুবুর রহমান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত একটি ট্রাক উদ্ধার করতে গিয়ে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এসআই মাহবুবুর রহমান মারা যান। আহত পুলিশ সদস্যকে আমরা উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছি।
মুবার্তা/এস/ই