By মুক্তি বার্তা
বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মো. ইলিয়াস ভূঁইয়া নিহত
নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মো. ইলিয়াস ভূঁইয়া নিহত হয়েছেন।
রোববার রাত ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে সোমবার (২১ সেপ্টেম্বর) পিআইবির জনসংযোগ কর্মকর্তা আহসান হাবিব নিশ্চিত করেন।
পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন জানান, মোটরসাইকেলে ঢাকা থেকে নারায়ণগঞ্জে যান ইলিয়াস। তিনি পেছনে বসা ছিলেন। ফেরার পথে শনিরআখড়া ব্রিজের ঢালে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইলিয়াস। পরে পুলিশ তার লাশ ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
পিআইবিতে আজই তার জানাজা হওয়ার কথা রয়েছে। পরে লাশ গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে নিয়ে দাফন করা হবে। ইলিয়াস ভূঁইয়া বিসিএস প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা।
মুবার্তা/এস/ই