আজঃ শুক্রবার ● ২৯শে চৈত্র ১৪৩০ ● ১২ই এপ্রিল ২০২৪ ● ২রা শাওয়াল ১৪৪৫ ● রাত ৯:১৩
শিরোনাম

By মুক্তি বার্তা

বৌদ্ধদের দীর্ঘদিনের লড়াই সফল, গোহত্যা নিষিদ্ধ

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার সরকার এবার গোহত্যা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছে। ২০১৩ সালের ২৬ জুন সিংহল রাভায়া সংগঠনের বৌদ্ধ ভিক্ষুরা কলম্বোয় প্রবল বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। সেবার দেশে গোহত্যা নিষিদ্ধ করার দাবিতে একজন বৌদ্ধ ভিক্ষু গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা পর্যন্ত করেছিলেন। সেই সময় শ্রীলঙ্কার সরকার গোহত্যা বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন। অবশ্য শ্রীলঙ্কার বৌদ্ধরাও হাল ছাড়েননি। বছরের পর বছর ধরে নিজেদের দাবিতে তাঁরা অনড় ছিলেন। অবশেষে শ্রীলঙ্কায় গোহত্যা নিষিদ্ধি হওয়ার পথে। 

সংসদীয় কমিটির বৈঠকের সময় গোহত্যা বন্ধ করার প্রস্তাব রাখেন  শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষে। তার পরই অন্য সংসদরা তাঁর এই প্রস্তাবে সমর্থন জানান। রাজাপাক্ষে দাবি করেছিলেন, শ্রীলঙ্কার বেশিরভাগ মানুষ গোহত্যার বিরুদ্ধ। কারণ তাঁদের দেশের অনেক মানুষ গরুকে ঈশ্বররূপে পুজো করেন। তাই এক শ্রেণীর লোকের গোহত্যা আরেক শ্রেণীর লোকের ভাবাবেগে আঘাত হানে। শাসকদল শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনা খুব তাড়াতাড়ি দেশে গোহত্যা নিষিদ্ধ করার ঘোষণা করে দেবে। শ্রীলঙ্কার একাধিক সংবাদাধ্যম জানাচ্ছে, রাজাপাক্ষের এমন সিদ্ধান্তে দেশের অধিকাংশ নাগরিক খুশি।

শ্রীলঙ্কার জনসংখ্যার ৭০ শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। তাই সেই দেশে অধিকাংশ মানুষ গোহত্যার বিরোধিতা করছেন বহুদিন ধরে। শ্রীলঙ্কার সরকার জানিয়েছে, দেশে কিছু মানুষের চাহিদা পূরণের জন্য অন্য দেশ থেকে গোমাংস আমদানি করা হবে। 

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন