By মুক্তি বার্তা
চৌগাছায় ২ কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ
চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ২ কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। কিন্তু মোটরসাইকেলের চালকসহ দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের মৃধাপাড়া মহিলা কলেজের সামনের (চৌগাছা-মহেশপুর সড়ক) রাস্তা থেকে এই গাঁজা ও মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
তিনি আরো জানান, মাদক ব্যবসায়ীদ্বয়কে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। ওসি রিফাত খান বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মুবার্তা/এস/ই