আজঃ সোমবার ● ৩ চৈত্র ১৪৩১ ● ১৭ই মার্চ ২০২৫ ● ১৬ই রমযান ১৪৪৬ ● দুপুর ১:০৮
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছায় ২ কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ২ কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। কিন্তু মোটরসাইকেলের চালকসহ দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের মৃধাপাড়া মহিলা কলেজের সামনের (চৌগাছা-মহেশপুর সড়ক) রাস্তা থেকে এই গাঁজা ও মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শাহিনুর রহমান শাহীনের নেতৃত্বে শহরের মহিলা কলেজের পাশের রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোটরসাইকেলযোগে দুইজন মাদক ব্যাবসায়ী চৌগাছার দিকে আসার পথে পুলিশ মোটরসাইকেলটি থামার সংকেত দেয়। সেসময় মোটরসাইকেল আরোহী দুই মাদক ব্যবসায়ী তাদের সাথে থাকা একটি ব্যাগ ও মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। মাদকব্যবসায়ীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে স্কচটেপে মোড়ানো তিনটি বান্ডিলে সর্বমোট ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।

তিনি আরো জানান, মাদক ব্যবসায়ীদ্বয়কে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। ওসি রিফাত খান বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন