By মুক্তি বার্তা
চৌগাছায় গাজাসহ মটরসাইকেল আটক, আসামীকে ধরতে চেষ্টা অব্যাহত
চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ১কেজি গাজাসহ মটরসাইকেল আটক করেছে থানা পুলিশ। আসামী পলাতক, তাকে আটকের চেষ্টা অব্যাহত।
থানা সূত্রে জানা যায়, যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আশরাফ হোসেন পিপিএম মহোদয় এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল জনাব গোলাম রাব্বানি শেখ মহোদয় এবং রিফাত খান রাজিব অফিসার ইনচার্জ চৌগাছা থানা এর তত্ত্বাবধানে চৌগাছা থানার এএসআই দিরাজ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সলুয়া বাজার এলাকায় অবস্থান নেয়। কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন ওরফে ফান্টু লিটন পিতা মৃত আব্দুল করিম সাং আফ্রা (চন্দ্রপুর) মাদকসহ সলুয়া থেকে আফরার দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে বেলা ২.৩০ ঘটিকার সময় পুলিশ মোটরসাইকেলটির গতিরোধ করার জন্য সিগন্যাল দেয়।
ঐ সময় ফান্টু লিটন মোটরসাইকেলসহ মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ ফালাইয়া দৌড়াইয়া পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় উক্ত মোটরসাইকেলের সাথে থাকা ব্যাগটি তল্লাশি করলে ব্যাগের ভিতর স্কচটেপ দিয়ে মোড়ানো ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব গাঁজা ও মটরসাইকেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। মামলা প্রক্রিয়াধীন।
মুবার্তা/এস/ই