আজঃ বৃহস্পতিবার ● ১২ই বৈশাখ ১৪৩১ ● ২৫শে এপ্রিল ২০২৪ ● ১৫ই শাওয়াল ১৪৪৫ ● রাত ৯:০০
শিরোনাম

By মুক্তি বার্তা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী মারা গেলেন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গারি (৬৫) মারা গেছেন। দিল্লির ‘এইমস’ হাসপাতালে বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। গত ১১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই ট্যুইট করে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।
ভারতে ইতোমধ্যেই বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী করোনা আক্রান্ত হলেও এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনও বর্তমান সদস্যের মৃত্যু হল। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত ৪৬ লাখ ৭৪ হাজার ৯৮৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।  ফলে বর্তমানে ৯ লাখ ৭১ হাজার ৬ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
অন্য এক পরিসংখ্যানে প্রকাশ, ভারতে মোট আক্রান্তের মধ্যে কেবলমাত্র চলতি সেপ্টেম্বর মাসেই এপর্যন্ত ২১ লাখ ১১ হাজার ২৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৬ হাজার ৬৮০ জন করোনা রোগী।
সারা দেশে গত ২রা সেপ্টেম্বর থেকে একনাগাড়ে দৈনিক ১ হাজারেরও বেশি করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে। দেশে ১ লাখ আক্রান্ত হতে ১১০ দিন সময় লাগলেও ২৩৮ দিনে ৫৭ লাখের বেশি করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে। 
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন