আজঃ শনিবার ● ৭ই বৈশাখ ১৪৩১ ● ২০শে এপ্রিল ২০২৪ ● ১০ই শাওয়াল ১৪৪৫ ● দুপুর ১:৫১
শিরোনাম

By মুক্তি বার্তা

হ্যাংকিং প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লা র‍্যআব-১১

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কংগাইশগ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে গত রাতে অনলাইন হ্যাংকিং প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লা র‍্যআব-১১।

গ্রেপ্তারকৃতরা হলো চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কংগাইশ গ্রামের মো. জাকির হোসেন ব্যাপারীর ছেলে মো. শাহাদাৎ হোসেন ওরফে শিহাব, মো. মনিরুল ইসলামের ছেলে মো. মাইনুল ইসলাম, মো. আবুল হোসেনের ছেলে মো. মাহবুবুল আলম ওরফে আবির। এ সময়ে অনলাইন হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, পেনড্রাইভ, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে সংগ্রহকৃত দুই লাখ ঊনচল্লিশ হাজার নয়শ’ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায় গ্রেপ্তারকৃত প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন পেমেন্ট সিস্টেমসমূহ ব্যবহার করে অনলাইনে কেনাকাটা, বিভিন্ন বিল পে করা, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের টিউশন ফি পেমেন্ট ডিসকাউন্ট অফার করে প্রতারণা করে আসছিল।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন