আজঃ বৃহস্পতিবার ● ২৮শে অগ্রহায়ণ ১৪৩১ ● ১২ই ডিসেম্বর ২০২৪ ● ৯ই জমাদিউস-সানি ১৪৪৬ ● রাত ১০:২৯
শিরোনাম

Edit By: মুক্তি বার্তা

উজিরপুরে ইউপি’র উপ-নির্বাচনে আওয়ামী লীগসহ ৩  চেয়ারম্যান প্রার্থীর  মনোনয়নপত্র দাখিল

ফাইল ছবি

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীসহ ৩জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ২৩ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪টায় উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলিমদ্দিনের কাছে এ  মনোনয়ন পত্র জমা দেওয়া হয়।

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল বাশার লিটন আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে তার মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন,সাধারণ সম্পাদক ও পৌরমেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম, এ্যাডঃ সালাউদ্দিন শিপু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামাল হোসেন সবুজ, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমূখ।এছাড়া স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম সোহাগ মোল্লা ও আক্তারুজ্জামান বিশ্বাসের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন তাদের সমর্থকরা। প্রসঙ্গত চলতি বছরের মে মাসে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খালেক আজাদ মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদ শুন্য হওয়ায় এ  উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ ইউনিয়নের উপ-নির্বাচনে ১৪ সেপ্টেম্বর তফসিল ঘোষনা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ, ২৬ সেপ্টেম্বর শনিবার মনোনয়ন পত্র বাছাই,৩ অক্টোবর শনিবার প্রার্থীতা প্রত্যাহার এবং ২০ অক্টোবর মঙ্গলবার ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ঐতিহ্যবাহী এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৫শত ৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৯শত ৬১ জন এবং মহিলা ১০ হাজার ৫শত ৪৬ জন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন