আজঃ সোমবার ● ১লা আশ্বিন ১৪৩১ ● ১৬ই সেপ্টেম্বর ২০২৪ ● ১২ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● সকাল ৮:০৯
শিরোনাম

By মুক্তি বার্তা

বরিশাল কারাগারে কয়েদীদের জন্য টেলিভিশন বিতরণ

ফাইল ছবি

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের জন্য দুটি টেলিভিশন এবং মায়ের সঙ্গে কারাবন্দী শিশুদের নুতন পোশাক দিয়েছে ‘অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি’। বুধবার বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শনকালে এই সহায়তা দেন সমিতির নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ কারাগারে বন্দীদের প্রশিক্ষণ, সেবাসহ নানা বিষয়ে খোঁজ খবর নেন এবং কারাবাস শেষ হলে প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

পরিদর্শনকালে বরিশালের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি  সাংস্কৃতিক  ব্যক্তিত্ব এস এম ইকবাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন