আজঃ সোমবার ● ১৬ই বৈশাখ ১৪৩১ ● ২৯শে এপ্রিল ২০২৪ ● ১৮ই শাওয়াল ১৪৪৫ ● রাত ১২:৫৯
শিরোনাম

By মুক্তি বার্তা

বানারীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ নেতা ওয়াহীদুজ্জামান দুলালের প্রার্থীতা ঘোষনা  

ফাইল ছবি

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥ চলতি বছরের ডিসেম্বর মাসে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনার গুঞ্জনে বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে  আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করেছেন উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ও আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ নেতা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহীদুজ্জামান দুলাল।

২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে বানারীপাড়া প্রেসক্লাবে জনার্কীণ সাংবাদিক সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে মেয়র পদে এ প্রার্থীতা ঘোষণা করেন। এসময় তিনি বলেন ১৯৭২ সালে ১০ম শ্রেণীর শিক্ষার্থী থাকাকালীণ ছাত্রলীগের মাধ্যমে তার রাজনীতিতে হাতে খড়ি। সেই থেকে তিনি মুজিব অন্তপ্রাণ নেতা হিসেবে সোনারবাংলা বির্নিমাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগের দুঃসময়ে বিএনপি-জামায়াত সরকার বিরোধী সব আন্দোলন সংগ্রামে সন্মুখভাগে ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকান্ডের পরে এর প্রতিবাদে রাজপথে তিনি সক্রিয় ছিলেন।  আর এ জন্য তাকে বিভিন্ন সময় মিথ্যা মামলা ও হামলার শিকার হতে হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরে কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালীণ সময়ে তার নেতৃত্বে গড়ে ওঠে মুজিব আদর্শের ডিপ্লোমাধারীদের সমন্বয়ে বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশন । যার কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যও তিনি। সরকারি চাকরি থেকে ২০১৭ সালে অবসর গহণের পরে তিনি তার নিজ জন্মভূমি বানারীপাড়ায় ফিরে এসে আওয়ামী রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ২০২০ সালের প্রথমভাগে বানারীপাড়া পৌর আওয়ামী লীগের স্থগিত হওয়া সম্মেলনে সভাপতি হিসেবে তার নাম আলোচনা শীর্ষে ছিলো।

প্রাণঘাতি নভেল করোনাভাইরাসের কারনে ওই সম্মেলন স্থগিত করা হয়। সুমহান মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনাদীপ্ত সদালপী,মিষ্টভাষী,সৎ,সজ্জন ও উদারমনা রাজনীতিক হিসেবে বানারীপাড়ায় দলমত শ্রেণী-পেশা নির্বিশেষে তিনি সকল মহলে আস্থা ও সুনাম কুড়িয়েছেন। পৌরবাসী তার মতো নেতৃত্ববান ব্যাক্তিত্বকে মেয়র পদে প্রত্যাশা করছেন। এ প্রসঙ্গে ওয়াহীদুজ্জামান দুলাল বলেন দীর্ঘ প্রায় ৫ দশকের রাজনীতিতে তার অবদান,ত্যাগ,দলের প্রতি আনুগত্য ও সর্বোপরি জনপ্রিয়তা বিবেচনা করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ  দলীয় হাই কমান্ড তাকে মূল্যায়ন করবেন বলে তিনি আশাবাদী। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে তিনি বানারীপাড়া পৌরসভাকে আলোকিত তিলোত্তমা এক পৌরসভায় রূপান্তর করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন