By মুক্তি বার্তা
কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চৌগাছা প্রতিনিধিঃ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত খুলনা বিভাগ) কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর আশু রোগমুক্তি কামনা করে যশোর বাসস্ট্যান্ডে অবস্থিত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে শুক্রবার বিকালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।
এ সময় তিনি বলেন, কেন্দ্রীয় নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম বঙ্গন্ধুর আদর্শের সৈনিক। তিনি ছিলেন দলের জন্য নিবেদিত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা মোকাবেলায় দলীয় নেতাকর্মী সাথে নিয়ে ভূমিকা পালন করছিলেন। এই অবস্থায় তিনি সম্প্রতি কভিড-১৯ এ আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। আমরা তাঁর জন্য প্রাণখুলে দোয়া করব। যাতে মহান সৃষ্টিকর্তার আর্শিবাদে তিনি সুস্থ্য হয়ে ফিরে আসেন।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে আলোচনা অন্যান্যের মধ্যে করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধূরি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অবাইদুল ইসলাম সবুজ, সোলাইমান হোসেন ও হুমায়ুন কবির সোহেল, দপ্তর সম্পাদক মাহাবুবুল আলম রিংকু, কৃষি বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন বকুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শামিম কবীর, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন, মুক্তিযোদ্ধা শওকত আলী, মুক্তিযোদ্ধা কিতাম আলী, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দীন, তসলিমুর রহমান, আব্দুল মুজিদ, খালেদুর রহমান টিটো, আওরঙ্গজেব চুন্নু, আব্দুর রশিদ, মামুন কবীর, কামরুজ্জামান, ফারুক আহমেদ কবির, মিলন হোসেন, সোলাইমান হোসেন, সামসুর রহমান টিয়া, হাফিজুর রহমান নিপু, সফিসার রহমান, মোশারোফ হোসেন, ছাত্রলীগ নেতা শামীম রেজা, আব্দুল করিম, রুবেল হোসেন, এইচ এম ফিরোজ, জিএম ফয়সাল রানা, সোহেল দেওয়ান, সোহেল রানা, শোভন দেওয়ান, রাকিব হোসেন, রাসেল, আকাশ, কবির, আমির, বিদ্যুৎ, সুমন, শাকিল, আলামিন, রাজিব ঘোষ, মুক্তার, তানভির, রিংকন, জিসান আহম্মেদ, মাসুদ, সাইফুল, বাবু, মোকছেদুল, সালমান হোসেন, তামিম, শিশির, মাসুদ আহম্মেদ,তানভির প্রমূখ। আলোচনা সভা শেষে কেন্দ্রীয় নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিমের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুবার্তা/এস/ই