By মুক্তি বার্তা
অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় শহরের পৌর শ্মশানের পাশের খাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, দুপুরে শহরের পৌর শ্মশানের পাশের খালে ওই নারীর গলিত মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তবে উদ্ধার হওয়া ওই মরদেহের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মুবার্তা/এস/ই