আজঃ মঙ্গলবার ● ২৬শে ভাদ্র ১৪৩১ ● ১০ই সেপ্টেম্বর ২০২৪ ● ৬ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● রাত ১১:২২
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছায় সন্ত্রাসীদের হাতে নিহত শহীদ চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টুর ৭ম হত্যা বার্ষিকী পালিত

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় চাক্ষুস দিনের বেলায় কুখ্যাত সন্ত্রাসীদের হাতে নিহত শহীদ চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টুর ৭ম হত্যা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বিকেলে মৃধাপাড়া মহিলা কলেজে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শহীদ জিল্লুর রহমান মিন্টুর ছোট ভাই উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ও চৌগাছা প্রেস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু।

প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল কবির, চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক ওমেদুল ইসলাম।

উপজেলা ছাত্রলীগ নেতা এ এইচ এম ফিরোজ হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা যুবলীগনেতা প্রভাষক হারুণ অর রশিদ, পৌর কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, সেচ্ছাসেবক লীগ নেতা মানিক শাহ, মেহেদী হাসান, ছাত্রলীগনেতা সাজজাত মল্লিক, লিখন হাসান, অনিক মিত্র, ইমরান খান, তরুণ তানভির তমাল, তাহমিদ শাকিল, শোভন হোসেন ও সবুজ হোসেন প্রমুখ।

উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জিল্লুর রহমান মিন্টুর কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পন

এ সময় বক্তারা শীহদ মিন্টুর জীবনি আলোচনা করেন ও তার খুনিদের আটক করে বিচারের মুখোমুখি করার দাবী জানান। অনেক বক্তা তার জীবনি বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেনি। উল্লেখ্য ২০১৩ সালের ২৬ সেপ্টম্বর চৌগাছার সিংহঝুলী ইউনিয়নের চেয়ারম্যান ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিলুর রহমান মিন্টুকে শামীম ও তার সাঙ্গপাঙ্গরা গুলি করে হত্যা করে। মিলাদ ও দোয়া শেষে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সেচ্ছাসেবক লীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টুর উপস্থিতিতে কবর জিয়ারত

এদিকে এদিন সকাল থেকে কালো ব্যাচ ধারণ ও উপজেলা সেচ্ছা সেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে শহীদ চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টুর কবরে ফুলের শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। এদিকে চৌগাছায় সন্ত্রাসীদের হাতে ২ দশকে ৫ রাজনৈতিক নেতা খুনের ঘটনা চৌগাছাবাসী আজও ভুলতে পারেনি। ২০০১ সালে ২৪ জুলাই সন্ত্রাসীদের হাতে খুন হয় উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলার সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আশা (৪২),

২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর রাতে দলীয় কোন্দলে দলীয় সন্ত্রাসীদের বোমা হামলা ও গুলিতে দলীয় কার্যালয়ে নিমর্ম ভাবে খুন হয় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনপ্রিয় নেতা উপজেলার পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হাসান টুটুল (৪২),

২০১২ সালের ৪ সেপ্টেম্বর দলীয় কোন্দলে নিজ দলের সন্ত্রাসীদের হাতে খুন হয় উপজেলার নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম (২৮) ও ২৬ সেপ্টেম্বর আওয়ামীলীগ সন্ত্রাসীরা ফিলমীস্টাইলে দিনদুপুরে গুলি করে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টু (৪৬) কে নির্মম ভাবে হত্যা করে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন