By মুক্তি বার্তা
চৌগাছায় ২ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ২ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বিশ্বনাথপুর গ্রামের জিন্নাত আলীর পুত্র হৃদয় হোসেন (২২)।
থানা সূত্রে জানা যায়, যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আশরাফ হোসেন স্যারের নির্দেশনায় মাদকমুক্ত যশোর গড়ার লক্ষ্যে চৌগাছা থানার অফিসার ইনচার্জ জনাব রিফাত খান রাজিব এর তত্ত্বাবধানে চৌগাছা থানার এএস আই সুমন ও এস আই ইব্রাহিম সঙ্গীয় ফোর্সসহ পুড়াপাড়া এলাকায় অভিযান
চালায়। সোমবার (২৭ জুলাই) তাদের এই সফল অভিযানে মাদক ব্যবসায়ী হৃদয় হোসেন আটক হয়। আটকের সময় আসামির নিকট থেকে দুই কেজি গাজা উদ্ধার করা হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।