আজঃ শুক্রবার ● ২৯শে চৈত্র ১৪৩০ ● ১২ই এপ্রিল ২০২৪ ● ২রা শাওয়াল ১৪৪৫ ● রাত ৯:২৩
শিরোনাম

By মুক্তি বার্তা

যাত্রী শূন্য জামালপুর এক্সপ্রেস

ফাইল ছবি

খলিলুর রহমান, মুগদা (ঢাকা): অনেক সাধের  ময়না পাখি কথা বলেনা। যাত্রী শূন্য জামালপুর এক্সপ্রেস। জামালপুর বাসির প্রানের দাবী ছিল জামালপুর  সরিষাবাড়ি  ভুয়াপুর  টাংগাইল জয়দেবপুর হয়ে ঢাকা  যাওয়ার  একটি  টেনের।

সেই  দাবীর সাথে একমত পোষন করে  জামালপুর বাসির অভিভাবক  গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রি ডাঃ মুরাদ হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় জামালপুর  বাসি পায় তাদের অনেক দিনের  চাওয়া সেই  ট্রেন। কিন্তু  তাতে জামালপুর বাসির  কোন  প্রকার উপকার  হয়েছে  বলে মনে করেন না অনেকেই, তার কারন সময় জটিলতা। এই টেন টি জামালপুর ছেড়ে  আসে বিকাল ৫ টায় ঢাকা পৌঁছাতে  সময় লাগে প্রায় ৮ ঘন্টা।

সরিষাবাড়ি  তারা কান্দি এডঃ মতিয়ার রহমান হেমনগর ভুয়াপুর স্টেশন  ঘুরে  দেখা যায়  টিকিট  বিক্রির হার একেবারে নগন্য। এলাকা  বাসির দাবি ট্রেন টির সময় যদি  পরিবর্তন করে তাহলে জামালপুর বাসি উপকৃত  হবে তা নাহলে  তাদের  প্রিয় নেতার  প্রচেষ্টা  বিফলে যাবে  বলে মনে করেন  অনেকে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন