আজঃ বুধবার ● ২৭শে ভাদ্র ১৪৩১ ● ১১ই সেপ্টেম্বর ২০২৪ ● ৭ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● রাত ৯:৩৫
শিরোনাম

By মুক্তি বার্তা

বানারীপাড়ায় বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভা অনুষ্ঠিত

ফাইল ছবি

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেছেন বানারীপাড়া বন্দর বাজারের  অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনতে ব্যবসার উন্নয়ন ও ব্যবসায়ী এবং ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখা হবে। ঐতিহ্যবাহী বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রোববার রাত ৮টায় বন্দর বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংগঠনের সভাপতি সুব্রত লাল কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আশরাফীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন থানার ইন্সপেক্টর জাফর আহম্মেদ,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাবেক সভাপতি আশিকুল ইসলাম আজাদ সিআইপি, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।

এছাড়াও বক্তৃতা করেন ব্যবসায়ী আব্দুস সালাম, জাকির হোসেন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, কাউন্সিলর মনির হোসেন, সাবেক কাউন্সিলর রফিকুল আলম, ব্যবসায়ী নেতা ইদ্রিস মল্লিক, সফিকুল ইসলাম রিপন, ত্রিনাথ পোদ্দার, সঞ্জয় দেবনাথ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমন রায় সুমন প্রমুখ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন