By মুক্তি বার্তা
চৌগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হল রুমে র্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এম. এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল, উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা এম ছালাহ উদ্দিন, সাব-রেজিষ্ট্রার নারায়ণ চন্দ্র মন্ডল, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার, যুব উন্নয়ন অফিসার সেলিমুজ্জামান, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম প্রমুখ।
মুবার্তা/এস/ই