আজঃ বৃহস্পতিবার ● ১৪ই অগ্রহায়ণ ১৪৩১ ● ২৮শে নভেম্বর ২০২৪ ● ২৪শে জমাদিউল-আউয়াল ১৪৪৬ ● রাত ৩:০২
শিরোনাম

By মুক্তি বার্তা

ইসলামই একমাত্র নারীদের ইজ্জত-আব্রুর নিরাপত্তা নিশ্চিত করেছে- চরমোনাই পীর মুফতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইসলামই একমাত্র নারীদের ইজ্জত-আব্রুর নিরাপত্তা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, ইসলাম নারীদের সমান অধিকার নয়, বরং অগ্রাধিকার দিয়েছে। এখনও নারীদের মুক্তি নিশ্চিত করতে হলে কোরআনে বর্ণিত অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

রবিবার সন্ধ্যায় রাজধানীর লালবাগের আমলিগোলা কারিমিয়া রাহমানিয়া মহিলা মাদরাসার নতুন শিক্ষাবর্ষের সবক উদ্ধোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, দেশে নারী নির্যাতনের কঠোর শাস্তির আইন বিদ্যমান থাকলেও নারীরা সত্যিকারার্থে নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না। দিন দিন নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা বেড়েই চলছে। সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ তার প্রমাণ। ছাত্রলীগ প্রমাণ করলো ক্ষমতাসীনদের হাতে নারী জাতিও আজ নিরাপদ নয়।

তিনি বলেন, সরকার নারী সমাজের জান-মাল, ইজ্জত আব্রুর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে ধর্ষণের ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতাদের ও মূলহোতাদের দ্রুত গ্রেফতার করতে হবে।

মাদরাসার প্রতিষ্ঠা আলহাজ আব্দুর রহমানের সভাপতিত্বে এবং মুহতামি হাফেজ মাওলানা আনিসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মুবার্তা/এস/ই

 

ফেসবুকে লাইক দিন