আজঃ মঙ্গলবার ● ২৬শে ভাদ্র ১৪৩১ ● ১০ই সেপ্টেম্বর ২০২৪ ● ৬ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● বিকাল ৫:৩৭
শিরোনাম

By মুক্তি বার্তা

বানারীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগের বৃক্ষ রোপণ

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি॥ আজ ২৮ সেপ্টেম্বর বাঙালী জাতির আশার বাতিঘর দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিন।

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিঁনি নদীবিধৌত মধুমতী কোলআঁধারের ছায়াশান্ত পল্লীমঙ্গলারূপী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়াতে  জন্মগ্রহণ করেন। তিঁনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান। মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনে বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এরমধ্যে ছিলো সকাল ১০টায় সাধারণ মানুষের মাঝে বিভিন্ন ধরণের ফলদ, ঔষধী ও বনজ বৃক্ষ বিতরণ ও রোপণ। বেলা ১১ টায় উপজেলা ও পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জাতের বৃক্ষ রোপন করা হয়। পরে বিভিন্ন রাস্তার পাশে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে ছাত্রলীগ তাদের প্রথম কর্মসূচির ইতি টানেন। স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের সহায়তায় উপজেলা ও পৌর ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ওয়াহীদুজ্জামান দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুন্তাকিম লস্কর কায়েস ও সুমম রায় সুমন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. মমিনুল কবির মিঠুন, সহ-সভাপতি অপূর্ব দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ ও সাগর আহম্মেদ সাজু, পৌর ছাত্রলীগের সভাপতি  রুহুল আমিন রাসেল মাল, সাধারণ সম্পাদক সজল চৌধুরী, ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী, ফজলে রাব্বী, মনির হোসেন, চাখার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তৌসিফ, সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সৌরভ ঘরামী, সলিয়াবাকপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন  প্রমুখ। পরে  বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন