আজঃ শনিবার ● ২৩শে অগ্রহায়ণ ১৪৩১ ● ৭ই ডিসেম্বর ২০২৪ ● ৪ঠা জমাদিউস-সানি ১৪৪৬ ● বিকাল ৪:৫৫
শিরোনাম

By মুক্তি বার্তা

৩-১ গোলের দারুণ জয়ে মাঠ ছাড়ে লিভারপুল

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অ্যানফিল্ডে লিভারপুলের জয়রথ থামাতে পারেনি গানাররা। ৩-১ গোলের বড় ব্যবধানে হার অলরেডদের কাছে।
লিভারপুল-আর্সেনালের মতো হাইভোল্টেজ ম্যাচে ফুটবল সমর্থকদের আগ্রহ একটু বাড়তি ছিলো। তাই তো সবার দৃষ্টি আলাদা করে ছিলো লড়াইয়ের মঞ্চ অ্যানফিল্ডে। দুই দলের সাম্প্রতিক ফর্মের বিচারে নির্দিষ্ট কাউকে ফেভারিট বলাটা মুশকিল। কিন্তু ঘরের মাঠে ৬০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়া আপার হ্যান্ডে অলরেডরা। সেই হিসেবে নিজেদের মাঠে লিভারপুলের সামনে আর্সেনালের জন্য ম্যাচটা ছিলো এক রকম অগ্নিপরীক্ষার।
তবে, ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে জিতে আত্মবিশ্বাসের রসদ’ও বেশ ছিলো আর্সেনালের!  এছাড়াও ইপিএল শুরুর গত তিন মাসে দু’বার লিভারপুলকে হারিয়েছে গানাররা। তাই মিকেল আর্তেতের  দল ম্যাচের শুরু থেকে প্রাণবন্ত ফুটবল খেলতে থাকে।
অবশ্য প্রতিপক্ষের চ্যালেম্জ দারুণ ভাবেই সামাল দিচ্ছিলো ইয়্যুর্গান ক্লপের দল। কিন্তু, ম্যাচের ২৫ মিনিটেই হোঁচট খেতে হয় অলরেডদের। এন্ড্রো রবার্টসনের ভুলে আলেক্সান্ডার লাকাজেত্তি এ গোলে লিড নেয় অতিথি আর্সেনাল।
তবে, লিভারপুলের সমর্থকদের বেশীক্ষণ নিরাশ থাকতে হয়নি। ২৮ মিনিটেই গোল শোধ দেয় অলরেডরা। নায়ক ম্যাচের তিন মিনিটে হলুদ কার্ড পাওয়া সেনেগালের স্টার সাদিও মানে। আর অ্যাসিস্টে করেন মোহাম্মদ সালাহ!
পিছিয়েও পড়েও ম্যাচে লাগাম নেয় স্বাগতিকরা। তাই তো  ম্যাচের ৩৪ মিনিটে ব্যবধান দিগুণ করে ক্লপের শিষ্যরা। এবার গোল করেন এন্ড্রো রবার্টসন। ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দু’দল।
বিরতির পরও  মাঠে আধিপত্য ধরে রাখে অলরেডরা। গানাররা শুধু চেয়ে চেয়ে দেখেছে। শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে লিভারপুল। ৮৮ মিনিটে, অথিতিদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন দিয়াগো জোতা। আর তাতেই  ৩-১ গোলের দারুণ জয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন