By মুক্তি বার্তা
উদ্বোধন করা হয়েছে দেশের সর্ববৃহৎ ঐতিহাসিক ম্যুরাল
নিউজ ডেস্কঃ জাতীর জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বিভাগীয় শহর ও বরিশাল বিসিসি নগরীর কেন্দ্রীয় শহীদর মিনার সংলগ্ন নির্মানাধীন বঙ্গবন্ধু অডিটরিয়াম ভবনে সংবলিত উদ্বোধন করা হয়েছে দেশের সর্ববৃহৎ ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঐতিহাসিক ম্যুরাল।
জন্মদিনে বরিশালবাসীর উপহার হিসেবে আজ সোমবার সন্ধায় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধু অডিটরিয়ামে ম্যুরালের উদ্বোধণ করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাাহ।
ম্যুরাল উদ্ধোধন উপলক্ষে আকাশে ফুটানো বিভিন্ন রং-বেরংয়ের আতশবাজী।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসাইন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস সহ মহানগর ও জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং নগর কাউন্সিলর বৃন্দ।
মুবার্তা/এস/ই