আজঃ মঙ্গলবার ● ৪ঠা চৈত্র ১৪৩১ ● ১৮ই মার্চ ২০২৫ ● ১৭ই রমযান ১৪৪৬ ● বিকাল ৪:২১
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছায় এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায়  মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের দেবিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সনু মিয়া (৩৫) নামে এক মাদকসেবীকে ১৫ দিনের জেল এবং ৫০০ টাকা জরিমানা করেছেন। সনু উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামের বাসিন্দা।

আদালতের বিচারক চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলার দেবিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর আওতায় ওই মাদকসেবীকে ১৫ দিনের জেল এবং ৫০০ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, সনু মিয়া দেবিপুর বাজারে বসে নিয়মিত মাদক সেবন করতো। আদালত পরিচালনাকালে তার সাথে ছিলেন চৌগাছা থানার এসআই আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন