আজঃ মঙ্গলবার ● ৪ঠা চৈত্র ১৪৩১ ● ১৮ই মার্চ ২০২৫ ● ১৭ই রমযান ১৪৪৬ ● বিকাল ৫:৩২
শিরোনাম

By মুক্তি বার্তা

গ্রেফতার এড়াতে চুল-দাড়ি কেটে ছদ্মবেশ ধরেও পার পায়নি তারেক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গ্রেফতার এড়াতে চুল-দাড়ি কেটে ছদ্মবেশ ধরেন এমসির ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার দুই নম্বর আসামী তারেকুল ইসলাম তারেক। কিন্তু শেষ রক্ষা আর হয়নি ধর্ষক তারেকের। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে তারেককে গ্রেফতার করে র‌্যাব-৯। র‍্যাব-৯ এর বিশ্বস্থ সূত্র তারেকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।

এ নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এজহার নামীয় ৬ আসামিসহ ৮ জনকে গ্রেফতার করেছে সিলেট রেঞ্জ পুলিশ ও র‌্যাব।

প্রসঙ্গত গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সন্ধ্যায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগ সন্ত্রাসীরা। পরে রাতে পুলিশ তাদের উদ্ধার করে।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়। এ মামলায় ইতিমধ্যে এজহার নামীয় ৬ আসামিসহ ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন