আজঃ বৃহস্পতিবার ● ২৮শে অগ্রহায়ণ ১৪৩১ ● ১২ই ডিসেম্বর ২০২৪ ● ৯ই জমাদিউস-সানি ১৪৪৬ ● রাত ১১:৩৩
শিরোনাম

By মুক্তি বার্তা

চালের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার

ফাইল ছবি

চালের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। ভালো মানের ৫০ কেজি ওজনের এক বস্তা মিনিকেট চালের দাম মিলগেটে ২৫৭৫ টাকা এবং মাঝারি মানের চালের দাম ২২৫০ টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) খাদ্য ভবনের সম্মেলন কক্ষে চালকল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে সাড়ে তিন ঘণ্টা বৈঠক শেষ করে আবারও কয়েকজন চাল ব্যবসায়ীদের সঙ্গে একান্ত বৈঠকের পর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার চালের এই দাম নির্ধারণ করে দেন।

চাল ব্যবসায়ীরা এই দামে চাল বিক্রি না করলে আগামী ১০ দিনের মধ্যে সরু চাল আমদানি করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে খাদ্যমন্ত্রীকে চাল ব্যবসায়ীরা জানান- তার ১৫ দিন আগে চালকলগুলো থেকে ৫০ কেজির এক বস্তা মিনিকেট চাল ২৫৫৫ টাকায় কিনেছেন। বৈঠকের শেষ পর্যায়ে ৫০ কেজি ওজনের এক বস্তা মিনিকেট চালের দাম ২৬০০ টাকা এবং আটাশ চালের দাম ২৩০০ টাকা নির্ধারণ করে দেন খাদ্যমন্ত্রী।

এ সময় চাল ব্যবসায়ীরা আপত্তি জানালে সেই সিদ্ধান্ত থেকে সরে খাদ্যমন্ত্রী ১৫ দিন আগের দামে চাল বিক্রির নির্দেশ দেন।

পরে বৈঠক শেষে বেরিয়ে আসলে মন্ত্রীকে চাল ব্যবসায়ীরা আবার ধরলে ফের বৈঠকে বসেন মন্ত্রী। রুদ্ধদ্বার বৈঠকে সবচেয়ে ভালো মানের ৫০ কেজির এক বস্তা মিনিকেট চালের দাম (মিল গেট) ২৫৭৫ টাকা এবং আটাশ চালের দাম ২২৫০ টাকা নির্ধারণ করে দেন মন্ত্রী।

খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, খাদ্য অধিদফতরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ প্রমুখ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন