আজঃ রবিবার ● ৯ই চৈত্র ১৪৩১ ● ২৩শে মার্চ ২০২৫ ● ২১শে রমযান ১৪৪৬ ● রাত ৪:৩৮
শিরোনাম

By মুক্তি বার্তা

বেড়গোবিন্দপুর বাওড় মৎস্যজীবি সমবায় সমিতির নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

ফাইল ছবি

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাওড় মৎস্যজীবি সমবায় সমিতির নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার শহরের ডিভাইন সেন্টারে নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করেন যশোর জেলা সমবায় অফিসের পরিদর্শক ও বেড়গোবিন্দপুর বাওড় মৎস্যজীবি সমবায় সমিতির লিমিটেডের নির্বাচন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা সমবায় অফিসের পরিদর্শক ও বেড়গোবিন্দপুর বাওড় মৎস্যজীবি সমবায় সমিতির লিমিটেডের নির্বাচন কমিটির সদস্য শাদিমুজোহা, যশোর জেলা সমবায় অফিসের প্রশিক্ষক ও বেড়গোবিন্দপুর বাওড় মৎস্যজীবি সমবায় সমিতির লিমিটেডের নির্বাচন কমিটির সদস্য আব্দুল মোক্তাদের, বেড়গোবিন্দপুর বাওড় মৎস্যজীবি সমবায় সমিতির লিমিটেডের নব নির্বাচিত কমিটির সভাপতি ইন্দ্রজিৎ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সহ-সভাপতি বিশ্বনাথ বসু এবং সদস্য যথাক্রমে প্রকাশ চন্দ্র বিশ্বাস, নিরঞ্জন কুমার বিশ্বাস ও বিকাশ চন্দ্র বিশ্বাস। এর আগে একই দিন দুপুর দুইটায় নির্বাচন কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সমবায় সমিতি বিধিমালা , ২০০৪ এর বিধি ৩২(১) এর বিধান মোতাবেক সংশ্লিষ্ট সমবায় সমিতির উল্লেখিত নেতৃবৃন্দকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি হিসেবে ঘোষণা করা হয়।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন