By মুক্তি বার্তা
চৌগাছায় গভীর রাতে দোকান ভেঙে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে
চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় গভীর রাতে দোকান ভেঙে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার কয়ারপাড়া বাজারে ইছাহক স্টোর নামে একটি দোকান ভেঙে এই চুরির ঘটনাটি ঘটে।
দোকান মাকি আলী বলেন প্রতিদিনের মত বুধবার রাতেও দোকানে তালা লাগিয়ে বাসায় চলে আসি। বৃহস্পতিবার সকালে দোকানে এসে দোকান খোলার পরে দেখি পাশের দেওয়াল ভেঙে দোকান থেকে প্রায় ১, ৫০,০০০ টাকা মূল্যের সিগারেট ও মুদি মাল চুরি করে নিয়ে গেছে।
দোকান মালিকের ছোট পুত্র রিফাত হোসেন বলেন কয়ার পাড়া বাজারে আমাদের আমাদের দুইটি আছে। একটি দোকানের ইটের দেওয়াল ভেঙে চুরি করেছে অপরটির তালা ভাংগার চেষ্টা করেছে। তিনি আরও বলেন বাজারে অন্য অনেক দোকান থাকলেও চোরেরা কারো কোনো ক্ষতি করেনি। তিনি বলেন হয়তো শত্রুতা করে কেউ দোকানে চুরির ঘটনা ঘটিয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা থানায় কোন অভিযোগ করেন নি।
মুবার্তা/এস/ই