আজঃ সোমবার ● ২৩শে বৈশাখ ১৪৩১ ● ৬ই মে ২০২৪ ● ২৫শে শাওয়াল ১৪৪৫ ● রাত ৪:৫০
শিরোনাম

By মুক্তি বার্তা

দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে

প্রতিকি ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। সংখ্যা দাড়ালো তিন হাজার। গত ১৮ই মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৫ জনের মৃত্যুর ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০০০ জনে। সনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১.৩১ শতাংশ। এই সময়ে আরও ২ হাজার ৯৬০ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন বলে জানানো হয়েছে। গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।

এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন। গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭১৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৩৭ হাজার ১৩১টি।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগ থেকে সেরে উঠেছেন এক হাজার ৭৩১ জন। ফলে এ নিয়ে মোট সুস্থ হলেন এক লক্ষ ২৭ হাজার ৪১৪ জন। সনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫.৭৯।

ফেসবুকে লাইক দিন