By মুক্তি বার্তা
অমেদুল ভাইকে “জন্মদিনের শুভেচ্ছান্তে”- আব্দুল আলীম
“অমেদুল ভাইকে জন্মদিনে”
ফেসবুকে এ্যাক্টিভ ছিলাম না তাই
জানা হলো দেরি,
বিলম্বে হলেও মিলাইছি ভাই
ছন্দের ফেরি।
আজকের ভাষা ভিন্ন সাধে
মনে নিবেননা কিছু,
ভালোবাসা সাথে আছে
যা টানে শুধু ভাইয়ের পিছু।
চিনতাম ভাইকে অনেক আগেই
শুধু মেশার ছিলো বাকি,
সেটাও এবার পূরণ হলো
প্রেসক্লাবে সদস্য হতে প্রথম যখন মারলাম ঝাঁকি।
সকলেই দিলো বাঁধা, মানলোনা শুধু তিনি
সকল বুদ্ধি খরচ করে, আমায় করলো ঋনী।
অমেদুল ভাই!……
লোকটা সেতো মেজাই মিঠে, তরতাজা দেহ
ভালোবাসলে ভালোবাসে, নেই কোন সন্দেহ।
তেতো লাগবে কারোর কাছে
মনটা থাকবে রেগে,
ভেবে দেখো ও ভাই তাদের
পেটে থাকছে ক্ষিধে।
আশা তাহার সামনে অনেক
নেইতো ভেজাল কিছু,
ভালো লাগলে, ভালোবাসলে,
নারায়ণপুরবাসী ধরো তাহার পিছু।
নিজের স্বার্থ বড় নয় তাহার
করবে তোমায় উপকার,
ভালো লাগলে ভালোবাসো,
সাধ্য যত তোমার।
হৃদয় তাহার অনেক বড়
মনটা তাহার মায়াময়,
সামনে তাহার কঠোরতা
যেটা তোমার জন্য নয়।
অন্যায়ের বিপক্ষে কঠোর হলেও
ন্যায়ের পক্ষে কোমল,
তাই বলে ভুল বুঝে তোমরা
তার সাথেকরোনা তালগোল।
আবারও নারায়ণপুরবাসীকে জানায়ে সালাম
দোয়া চাইছি- অমেদুল ভাইয়ের জন্য,
আগামীতে নারায়ণপুরকে নতুন রূপে গড়তে চাই
তাইতো সবাই ফিরায়ও না হাতটি করে শূন্য।
,
বলা আমার শেষ হবে না
থাকিই যদি বলতে,
যাই হোক আর বলবো না কিছু
ইতি টানবো জন্মদিনে
শুভেচ্ছা দিতে দিতে।
যাই হোক আমার সাংবাদিকতার জীবনে প্রথম কাছে টানা ব্যাক্তি, ভালোবাসার ব্যক্তি, সঠিক বুদ্ধি দেওয়া ব্যক্তি, আবারও কাছে টানা ব্যক্তি, বারংবার কাছে টেনে আপন ভাইয়ের মতো মনে প্রাণে ভালোবাসার ব্যক্তি, যাকে আমি মন থেকে কখনো ভুলতে পারবো না সেই অমেদুল ভাইয়ের জন্মদিনে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। সাথে রইলো অন্তরের অন্তরস্থল হতে খাটি প্রেমের দোয়া।
শুভাচ্ছান্তে
ছোট ভাই মাষ্টার আব্দুল আলীম,
সম্পাদক ও প্রকাশক (মুক্তি বার্তা)