আজঃ শুক্রবার ● ২৭শে বৈশাখ ১৪৩১ ● ১০ই মে ২০২৪ ● ১লা জিলক্বদ ১৪৪৫ ● রাত ১১:৪৬
শিরোনাম

By মুক্তি বার্তা

ফাঁদে ফেলে লোকজনকে বাসায় ডেকে নিয়ে কৌশলে নগ্ন ছবি ও ভিডিও ধারণ, তারপরই ব্লাকমেইল

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রথমে বিভিন্নভাবে ফাঁদ পেতে লোকজনকে ডেকে নেয় বাসায়। এরপর কৌশলে নগ্ন করে ছবি-ভিডিও ধারণ করে। পরে সেসব ছবি-ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে হাতিয়ে নেয় সর্বস্ব। তবে এবার আর শেষ রক্ষা হয়নি তাদের। র‍্যাবের হাতে আটক হয়েছে চারজনই।

তারা হলেন- চট্টগ্রামের বোয়ালখালীর জমাদার বাড়ির ফয়েজুল ইসলামের মেয়ে শাকিলা আক্তার, কাউছার পারভীন ও ফারজানা আক্তার প্রকাশ বেনু, নগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. সানি। সানি সম্পর্কে তাদের ভগ্নিপতি। বুধবার রাতে ওই উপজেলার গোমদণ্ডী ইউপির ফুলতল এলাকা থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন।

তিনি জানান, বিভিন্নভাবে ফাঁদে ফেলে লোকজনকে বাসায় ডেকে নিয়ে কৌশলে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করছে একটি চক্র। এরপর সেসব ছবি-ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে সর্বস্ব। ১৯ সেপ্টেম্বর র‍্যাবের কাছে এমন অভিযোগ করেন এক ভুক্তভোগী। অভিযোগ পেয়ে শুরু হয় ছায়াতদন্ত। এরই পরিপ্রেক্ষিতে বোয়ালখালীতে অভিযান চালিয়ে চক্রটির চার সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে প্রতারণা ও ভিডিও তৈরিতে ব্যবহৃত ১০টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

এএসপি মামুন আরো জানান, জিজ্ঞাসাবাদে তারা অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন। আটক তিন নারীর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় এক ডজনের অধিক মামলা রয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন