By মুক্তি বার্তা
কিস্তি আদায় করতে গিয়ে গ্রামীণ ব্যাংকের মাঠকর্মী খুন, লাশ বাথরুমে
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুরে কিস্তি আদায় করতে গিয়ে গ্রামীণ ব্যাংকের মাঠকর্মী নুরুজ্জামান নান্টু (৩৮) নৃশংসভাবে খুন হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে দৌলতপুরের ফিলিপনগরের মণ্ডলপাড়া এলাকার মমিন দফাদারের বাড়ির বাথরুম থেকে তার জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম আরটিভি নিউজকে জানান, নিহত নুরুজ্জামান উপজেলার কামালপুর গ্রামের মোতলেব হোসেনের ছেলে। তিনি স্থানীয় হোসেনাবাদ গ্রামীণ ব্যাংক শাখার মাঠকর্মী। বৃহস্পতিবার দুপুরের পরে ব্যাংকের কিস্তির টাকা উত্তোলনের জন্য ফিলিপনগর গ্রামের মণ্ডলপাড়ায় যান নুরুজ্জামান। এরপর সন্ধ্যায় এলাকাবাসীর দেয়া খবরে মণ্ডলপাড়ার মমিন দফাদারের বাড়ির বাথরুম থেকে নুরুজ্জামানের জবাই করা মরদেহ উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিকসহ অন্যান্য সদস্যরা পলাতক ছিল।
পুলিশের ধারণা কিস্তির টাকা নিয়ে বিবাদের জের ধরেই নুরুজ্জামানকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যারহস্য উদঘাটনে ওই বাড়ির সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মুবার্তা/এস/ই