আজঃ বুধবার ● ২৪শে আশ্বিন ১৪৩১ ● ৯ই অক্টোবর ২০২৪ ● ৫ই রবিউস-সানি ১৪৪৬ ● রাত ১১:২৭
শিরোনাম

By মুক্তি বার্তা

‘আমরাই আগামী’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ‘আমরাই আগামী’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চৌগাছা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়েজী বিন সাদ এবং ডাক্তার হাদিউর রহমান সিয়ামের তত্বাবধানে এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) ডা. জুয়েল রানা ও ডা. আলামিন কবির তাদের সাথে রোগিদের চিকিৎসা সেবা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পে ব্লাড গ্রুপিং করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ হোসেন ও রমজান আলী। মেডিকেল ক্যাম্পে রোগিদের বিভিন্ন রোগের চিকিৎসা দেয়ার পাশাপাশি ফ্রি ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস ও প্রেসার পরিমাপ করা হয়।

মেডিকেল ক্যাম্প উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়। অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্রলীগ নেতা ও আমরাই আগামী’র উপদেষ্টা এইচএম ফিরোজ, স্বরূপদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শহিদুল্লাহ, যুবলীগ নেতা মন্টু মিয়া, আশরাফুল ইসলাম, চৌগাছা সদর ইউপি সদস্য ইউনূচ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন ‘আমরাই আগামী’র সভাপতি আজিমুর রহমান সোহান, সহ-সভাপতি শতদ্রু হোসেন, ফাহাদ আল-তামিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজ আলম রিদয়, জিসান আহমেদ, রাজিব ঘোষ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আল সায়েম, অমিত, জিসান,  কাব্য, সুমন, ইশান, লিখন, শুভ, জিল্লুর, জিম, সজীব, সোহান, তকি, ইয়ামিন, সাকলাইন, সাব্বির, দিপু, নাহিদ মামুন, অরিনসহ স্থানীয় স্বেচ্ছাসেবিরা। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৭শ রোগিকে বিভিন্ন চিকিৎসা সেবা দেয়া হয় বলে ‘আমরাই আগামী’র সহ-সভাপতি ফাহাদ আল তামিম জানিয়েছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন