আজঃ বৃহস্পতিবার ● ১৯শে বৈশাখ ১৪৩১ ● ২রা মে ২০২৪ ● ২২শে শাওয়াল ১৪৪৫ ● বিকাল ৪:৩৫
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছায় লকডাউন ভেঙে দেদারসে শহরময় ঘুরে বেড়াচ্ছে ব্যাংক কর্মকর্তা

প্রতিকি ছবি

যশোরের চৌগাছা শাখা ওয়ান ব্যাংকের  করোনা আক্রান্ত কর্মকর্তা ওহিদুজ্জামান শিপন নিজের বাসার লকডাউন উপেক্ষা করে সিগারেট খেতে-বাজার করতে ঘুরে বেড়াচ্ছেন শহরময়। এতে আতংকিত হয়ে পড়েছেন মহল্লাবাসি। মহল্লার বাসিন্দারা জানতে চাইলে বলছেন আমি কি না খেয়ে মরবো ?

যোগাযোগ করা হলে তিনি জানান, জরুরী প্রয়োজনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে বাইরে গিয়েছিলাম।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে নমুনা দেন ওয়ান ব্যাংকে’র চৌগাছা শাখার কর্মকর্তা ওয়াহিদুজ্জামান শিপন। এরপর শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পরীক্ষায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। রবিবার সকালে রিপোর্ট পৌছালে হাসপাতাল থেকে প্রথমে তাকে মোবাইল ফোনেবাসার বাইরে বেরোতে নিষেধ করা হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি, হাসপাতালের মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পয়েন্ট ডাক্তার মাসুম বিল্লাহ রবিবার বেলা ১১ টার দিকে তার চৌগাছা শহরের পূর্বাশা নামের ভাড়া বাড়ি লকডাউন করেন।

সে সময় ভাড়া বাড়ির বয়স্ক ও অসুস্থ মালিক সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমানের অনুরোধে শুধুমাত্র তিনতলার ওহিদুজ্জামন শিপন তার স্ত্রীকে নিয়ে যে ফ্লাটে থাকেন সেটিই লকডাউন করা হয় এবং ওহিদুজ্জামানকে তার বাসায় অবস্থান করতে নির্দেশনা দেয়া হয়।

তখন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাকে বলেন, আপনার জরুরী প্রয়োজনীয় কিছু হলে ব্যাংকের কর্মচারী বা কাউকে দিয়ে আনিয়ে নেবেন তবুও বাইরে বের হবেন না। বাইরে বের হলে পুরো বাড়িটিই লকডাউন করে দিতে বাধ্য হবো। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার এ সতর্কতার পরও ব্যাংক কর্মকর্তা ওহিদুজ্জামান শিপন নিয়মিত সিগারেট খেতে বাসা থেকে নেমে শহরে যাচ্ছেন।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকেও তিনি বাসা থেকে নেমে সিগারেট খেতে এবং আনুসাঙ্গিক দ্রব্যাদি কিনতে মহল্লার পাশেই চৌগাছা শহরের বিভিন্ন দোকানে যান। এতে মহল্লার অন্যান্যরা আতংকিত হয়ে পড়েছেন। তাদের কয়েকজন এ প্রতিবেদককে বিষয়টি মোবাইল ফোনে জানান। ওই মহল্লায় বসবাসকারী স্থানীয় একজন সাংবাদিক তিনি বাইরে কেন জানাতে চাইলে ওহিদুজ্জামান তাকে জবাব দেন বাইরে বের না হয়ে কি না খেয়ে মরবো?

প্রতিবেশিরা আরো জানান, হাসপাতাল থেকে ওহিদুজ্জামানকে মোবাইল ফোনে জানানোর পর রবিবারও তিনি একইভাবে সিগারেট খেতে শহরের মাইক্রোবাস স্ট্যান্ডের একটি চায়ের দোকানে যান এবং শহরের অন্য মুদি দোকান থেকে নুডুলসসহ আনুসংগিক দ্রব্যাদি কেনাকাটা করেন। পরে স্বাস্থ্য কর্মকর্তা তার বাড়ি লকডাউন করতে গেলে প্রতিবেশিরা এ বিষয়ে তার কাছে অভিযোগ দেন। একারনেই স্বাস্থ্য কর্মকর্তা তাকে বেশি করে সতর্ক করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  বলেন, স্থানীয়রা সেদনিও এ বিষয়টি বলেছিল। আপনি নিজেও ছিলেন। স্থানীয়দের অভিযোগও শুনেছিলেন। আজও জেনেছি। আমি নিজে রবিবার তার বাড়ি লকডাউনের সময়ে বারবার সতর্ক করেছি। বয়স্ক ও অসুস্থ বাড়ির মালিকের অনুরোধে পুরো বাড়িটি লকডাউন করা হয়নি। এ বিষয়ে প্রশাসনের আরেকটু কড়া হওয়া দরকার।

মঙ্গলবার সকাল ১০ টা ১১ মিনিটে মোবাইল ফোনে ওহিদুজ্জামান শিপনের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত মঙ্গলবার থেকে আমি অসুস্থ বোধ করতে থাকি। এরপর বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিই। রোববার আমার পজেটিভ রিপোর্ট আসে। তবে আমি বর্তমানে সুস্থ আছি। বাইরে বের হচ্ছেন কেন জানতে চাইলে তিনি বলেন জরুরী প্রয়োজনে ডিমসহ কিছু দ্রব্য কিনতে বাইরে বের হয়েছিলাম। তবে আমি মাস্ক পরে বের হয়েছি। হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করছি। তবে আমার ভুল হয়েছে।

ফেসবুকে লাইক দিন