By মুক্তি বার্তা
এলাকায় ফিরেই চাখারে আওয়ামী লীগ নেতার মায়ের কবরের পাশে এমপি শাহে আলম
রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥ বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম ঢাকা থেকে ৫ অক্টোবর সোমবার দুপুরে এসেই বানারীপাড়া পৌর শহরের বাড়িতে না গিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর মায়ের কবর জিয়ারতের জন্য চাখারে চলে যান । এসময় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।
জানা গেছে তিনি আজ রোজা রেখেছিলেন। তার সাথে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হেলাল উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু, আওয়ামী লীগ নেতা কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম,উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ.মালেক হাওলাদার,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোমিনুল কবির মিঠুন,পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, ছাত্রলীগ নেতা মনির হোসেন প্রমুখ।
উল্লেখ্য বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর মা মোসাম্মৎ কুলসুম গনি (৭৫) ৪ অক্টোবর রবিবার দুপুর ১২টা ১০ মিনিটে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৫ অক্টোবর সোমবার সকাল ৯টায় চাখার ফজলুল হক ইনস্টিটিউশন মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মুবার্তা/এস/ই