By মুক্তি বার্তা
পুত্রবধূকে কৌশলে ধর্ষণের দায়ে শশুর আটক
নিউজ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মিলন মিয়ার ছেলে সঙ্গে তিন বছর আগে পাশের গ্রামের এক মেয়ের বিয়ে হয়। বিয়ের পর স্বামী ট্রাকের হেলপার হিসেবে কাজ শুরু করে। যে কারণে গৃহবধূর স্বামী ২০-২১ দিন পর পর বাড়ি আসে। এই সুযোগে পুত্রবধূর ওপর কুনজর পড়ে শ্বশুড়ের। ছেলে বাড়িতে না থাকেল প্রায়ই পুত্রবধূর ঘরে প্রবেশ করে স্পর্শকাতর স্থানে হাত দেয়। কিন্তু পুত্রবধূ জেগে উঠলে শ্বশুর পালিয়ে যেত। পরে কৌশল পাল্টিয়ে শ্বশুর পুত্রবধূকে গাভীর দুধের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে দিতো। পরে অচেতন অবস্থায় পুত্রবধূকে ধর্ষণ করত।
গত রোববার (০৬ অক্টোবর) সন্ধ্যায় গৃহবধূ বাদী হয়ে শ্বশুর মিলন মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করলে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ পেয়ে গতকাল রোববার রাতে এ ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মিলন মিয়া (৫৫)। তিনি বিহার ইউনিয়নের বিহার উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। আজ সোমবার দুপুরে মিলন মিয়াকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গেলো ২৬ জুলাই গৃহবধূ ঘুমানোর ভান করে থাকলে গভীর রাতে শ্বশুর মিলন মিয়া পুত্রবধূর শয়নকক্ষে প্রবেশ করে ধর্ষণ করলে সে কৌশলে মুঠোফোনে ভিডিও ধারণ করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংশা করতে ব্যর্থ হয়।
তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান।
মুবার্তা/এস/ই