রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ॥ পৃথিবীতে মানুষ যেমন বিচিত্র তেমনি তার শখও বিচিত্র। কথায় আছে-‘শখের তোলা আশি টাকা’। সাধারণ মুচি থেকে শুরু করে রাজা-বাদশাদেরও অদ্ভুত শখের নানা ইতিহাস রয়েছে। কারো শখ ধাতব কয়েন সংগ্রহ, কেউ বা কাগজের নোট, কারো ঘড়ি সংগ্রহ,কেউ বা ডাকটিকিট, কারো অটোগ্রাফ সংগ্রহ কেউ বা ফটোগ্রাফ। এ রকমই একজন বানারীপাড়া বন্দর বাজারের ‘কাওসার হোটেল অ্যান্ড রেষ্টুরেন্টের স্বত্বাধিকারি আবদুস সালাম। তার শখ কাগজের নোট সংগ্রহ করা। তাইতো তিনি দোকানের টেবিলের গ্লাসের নিচে বিভিন্ন সময়ের দুর্লভ কিছু দেশি-বিদেশি কাগুজে নোট সংগ্রহ করে রেখেছেন যা সত্যিই সকল মানুষের বিমুগ্ধ দৃষ্টি কাড়ছে। এখানে তার সংগ্রহে ১ টাকা থেকে শুরু করে ১০০০ টাকার নোটও রয়েছে। তার ক্ষুদ্র সংগ্রহশালায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড,সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, চীন ও জাপানসহ বিশ্বের নানা দেশের একাধিক কাগুজে নোট রয়েছে। আবদুস সালাম জানান, উত্তরকুল পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি ছড়াকার ফকির হুমায়ুন কবিরের ডাকটিকিট সংগ্রহ দেখে কাগজের নোট সংগ্রহে অনুপ্রাণিত হই। জায়গার অভাবে এখানে বেশি নোট রাখা সম্ভব হচ্ছে না। আগামীতে বৃহৎ আকারে ধাতব কয়েনসহ বেশি পরিমাণে নোট সংগ্রহের ইচ্ছা রয়েছে তার।
মুবার্তা/এস/ই