By মুক্তি বার্তা
প্রকৌশলী উৎপল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা
ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার হওয়া আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া (জিকে) শামীমের সঙ্গে সংশ্লিষ্টতায় উৎপল কুমারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
৮ কোটি টাকারও বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকায় গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে ও তার স্ত্রী গোপা দে’র বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৮ জুলাই) কমিশনের সভায় এই অনুমোদন দেয়া হয়। বুধবার (২৯ জুলাই) সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) ঢাকা-১-এ মামলাটি করা হবে বলে জানিয়েছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টচার্য্য।
জি কে শামীমের সঙ্গে সম্পৃক্ততা থাকায় ঢাকা মেট্রো ও ঢাকা জোনের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে’কে গত বছরের ২৪ সেপ্টেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। উৎপল কুমার দে ১৫তম বিসিএসে গণপূর্ত অধিদফতরে যোগ দেন। তার দায়িত্ব পালনকালে আজিমপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ও ঢাকা ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকাকালে নানা বিতর্ক ছিল। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের নির্মাণ নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফজাল হোসেনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন প্রভাবশালী গ্রেফতার হন। এর ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। শুদ্ধি অভিযান শুরুর পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ পর্যন্ত ২০টি মামলা দায়ের করে দুদক। প্রায় ২০০ জনের তালিকা তৈরি করে চলছে দুদকের অনুসন্ধান।