আজঃ মঙ্গলবার ● ২৩শে আশ্বিন ১৪৩১ ● ৮ই অক্টোবর ২০২৪ ● ৪ঠা রবিউস-সানি ১৪৪৬ ● বিকাল ৫:৪০
শিরোনাম

By মুক্তি বার্তা

যুবলীগের উদ্যোগে চৌগাছায় তালবীজ বপণ

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আওয়ামী যুবলীগের উদ্যোগে মুজিববর্ষে প্রাকৃতিক দুর্যোগ প্রশমনকল্পে চৌগাছা উপজেলাব্যাপী ৫ হাজার  তালের বীজ বপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের সদ্য খননকৃত ভৈরব নদের দুই পাড়ে  এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়।
এদিন সকালে ভৈরব নদের দু’পাড়ে ৫শ এবং বিকালে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাগের মাঠ নামক দরগাহ শরিফের চারিদিকে ৫শ তালের আটি রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আ’লীগ নেতা অমেদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাস্টার তসলিমুর রহমান,প্রভাষক খালেদুর রহমান টিটো,হারুন অর রশিদ,এম শাহিন,নিতাই সরকার,আসাদুল ইসলাম,নুর মোহাম্মদ,হাসেম আলী,ইউনিয়ন যুবলীগ নেতা আনোয়ার হোসেন মিলন,তুহিন হোসেন,রমজান আলী,ডালিম হোসেন,বাবু,ডবলু রহমান,নয়ন হোসেন,উপজেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ মল্লিক,এইচ এম ফিরোজ,আশিকুর রহমান,অনিক মিত্র প্রমুখ।
এবিষয়ে দেবাশীষ মিশ্র জয় বলেন মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রাকৃতিক দুর্যোগ প্রশমন বিশেষ করে বজ্রপ্রাতে অপমৃত্যু  প্রতিরোধকল্পে দেশব্যাপি তালবীজ রোপনের নির্দেশ দিয়েছেন। তারই আলোকে উপজেলা যুবলীগ উপজেলাব্যাপি ৫ হাজার তালবীজ রোপন করবে। আজ তার উদ্বোধন করা হলো।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন