আজঃ বৃহস্পতিবার ● ২০শে অগ্রহায়ণ ১৪৩২ ● ৪ঠা ডিসেম্বর ২০২৫ ● ১২ই জমাদিউস-সানি ১৪৪৭ ● সকাল ৯:৩৭
শিরোনাম

By Editor/মুক্তি বার্তা

জেএসসি ও এসএসসি পরীক্ষার উপর মূল্যায়ন করে এইচএসসি পরীক্ষার ফল দেওয়া হবে

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জেএসসি ও এসএসসি পরীক্ষার উপর মূল্যায়ন করে এইচ এস সি পরীক্ষার ফল দেওয়া হবে।

বুধবার সংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমন কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা সরাসরি পরীক্ষা গ্রহণ না করে একটু ভিন্নভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। যারা এইচএসসি পরীক্ষার্থী, তারা দুটি পাবলিক পরীক্ষা- জেএসসি এবং এসএসসি পরীক্ষা পার করে এসেছে। সে দুটির ফল বিবেচনা করে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের গড়ের ভিত্তিতে এইচএসসির মূল্যায়ন করবো।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন